হুমকি, প্রতারণা, হারিয়ে যাওয়ার ক্ষেত্রে জিডির ফরম্যাট ( GD sample in lost, threats, blackmail)
সাধারণত কোন অপরাধ সংগঠিত হবার পূর্বে ফৌজদারি মামলা করা যায় না। কিন্তু বিভিন্ন সময় মানুষ তার জীবন ও সম্পদ নিয়ে হুমকির সম্মুখীন হয়। আশংকা বোধ করে। এরকম কিছু ঘটলে যে কোন নাগরিক থানায় জিডি করতে পারবে। জিডি অর্থ General Diary বা সাধারণ ডায়রি।
নিকটস্থ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকটা জিডির আবেদন করতে হয়। সাধারণত থানায় জিডি করার জন্য আলাদা ফরম থাকে। এছাড়া আপনি সাদা কাগজে নির্দিষ্ট নিয়মে জিডির কপি লিখতে পারবেন।
আরও পড়ুন-
আরও পড়ুন-
নিচে জিডির কিছু ফরম্যাট দেওয়া হল।
ফরম্যাট-১(হুমকি পেলে জিডি)
বরাবর
ভারপ্রাপ্ত কর্মকর্তা
মিরপুর থানা
ডি.এম.পি, ঢাকা।
বিষয় : জিডি এন্ট্রি প্রসঙ্গে।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি নিম্ন স্বাক্ষরকারী আহসান হাবিব, পিতা- মৃত মোজাম্মেল হক, সাং- নারিশা, থানা- দোহার, জেলা- ঢাকা, বর্তমানে ঠিকানা –রূপনগর, মিরপুর, ঢাকা। আপনার থানায় উপস্থিত হয়ে এ মর্মে একটি অভিযোগ দায়ের করছি যে, আমি ১০ বছর ধরে রূপনগর থানায় বসবাস করছি। আমার পাশের বাসায় আজিম,পিতা- আহসানউদ্দিন, সাং-ছয় আনি,থানা-বাঞ্ছারামপুর,জেলা- কুমিল্লা, বর্তমান ঠিকানা- থানা-রূপনগর,জেলা- ঢাকা বসবাস করে।সে একজন মাদকাসক্ত। সে বিভিন্ন ভাবে আমাকে জমি থেকে উচ্ছেদ করার চেষ্টা করছে এবং বিভিন্ন ভাবে হুমকি প্রদর্শন করছে। সর্বশেষ গত ১৬/১০/২০১৭ ইং তারিখে বিকাল আনুমানিক ৪.০০ ঘটিকার সময় উক্ত আজিম ৫/৬ জন সঙ্গী সহ আমার বাসস্থানে এসে আমাকে এ মর্মে হুমকি প্রদর্শন করে যে, “তুই তোর জমি ছেড়ে দ্রুত চলে যাবি,অন্যথায় তোকে জানে মেরে ফেলব”। যাওয়ার সময় সে আমার বাসার কিছু জিনিসপত্র ভেঙে যায়। ফলে, আমি আমার জীবন ও সম্পদের ক্ষতির আশংকা করছি।
অতএব,বিনীত নিবেদন এই যে, উক্ত অবস্থাধীনে, আমার জীবন ও সম্পদের নিরাপত্তা রক্ষার্থে উক্ত জিডি এন্ট্রি করে বাধিত করবেন।
মিরপুর থানার সাধারণ ডায়রি নং-১০০৯,
নিবেদক
তাং-১৮/১০/২০১৭ ইং
মোঃ আহসান হাবিব ।
তাং-১৮/১০/২০১৭
ফরম্যাট-২(প্রতারণা ও হুমকির ক্ষেত্রে জিডি)
বরাবর
ভারপ্রাপ্ত কর্মকর্তা
ধানমন্ডি মডেল থানা
ধানমন্ডি, ঢাকা – ১২০৫
বিষয়: সাধারণ ডায়েরী করার জন্য আবেদন।
জনাব,
আমি তানিয় ইসলাম (২৫), পিতা মোঃ ফারুক ইসলাম, স্থায়ী ঠিকানা: বেগমগঞ্জ,নোয়াখালী । বর্তমান ঠিকানা: ৩২,ধানমন্ডি, ঢাকা । প্রায় ৬ মাস আগে আমি ফেসবুকে এক ছেলের সাথে পরিচিত হই। যার নাম: আহসান হাবিব , পিতা: মোঃ: আশিক রহমান, ঠিকানা: ৪৪, যাত্রাবাড়ী, ঢাকা । অতঃপর সেই পরিচয় প্রেমে পরিণত হয়। এরপর সে আমার ভার্সিটিতে আসে আমার সাথে দেখা করতে। কিন্তু, আমি ফেসবুকে তার তথ্যের সাথে বাস্তবে মিল পাই না। বুঝতে পার সে অনেক ভুল তথ্য দিয়ে আমাকে প্রতারণা করেছে। ফলে তাকে এড়িয়ে যাবার চেষ্টা করছি। এখন সে ফেসবুক মেসেঞ্জারে আমাকে নানা ভাবে হুমকি দিচ্ছে যে, আমার ছবি ও মেসেজ প্রকাশ করে আমার সামাজিক মর্যাদা হেয় করবে, আমাকে তুলে নিয়ে যাবে। সে বিভিন্ন সময় আমার পিছু নিয়ে থাকে। ফলে ভয়ে আমি বাসা থেকে বের হতে পারছি না।
এমতাবস্থায় তার আচার আচরণ দেখে আমি ভীত সন্ত্রস্ত। তাই জনাবের নিকট বিষয়টি সাধারণ ডায়রিতে অন্তর্ভুক্ত করারা জন্য ও এর যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানাচ্ছি।
ধানমন্ডি থানার সাধারণ ডায়রি নং-১০০৯
তাং- ২০-৯-২০১৮
আপনার অনুগত
তানিয়া ইসলাম
(তানিয়া ইসলাম)
ধানমন্ডি, ঢাকা
মোবাইল: ০০০-০০০০০০
ফরম্যাট -৩(হারিয়ে গেলে জিডি)
বরাবর
ভারপ্রাপ্ত কর্মকর্তা
মিরপুর থানা
ডি.এম.পি, ঢাকা।
বিষয় : জিডি এন্ট্রি প্রসঙ্গে।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি নিম্ন স্বাক্ষরকারী আহসান হাবিব, পিতা- মৃত মোজাম্মেল হক, সাং- নারিশা, থানা- দোহার, জেলা- ঢাকা, বর্তমানে-রূপনগর থানা, মিরপুর, ঢাকা আপনার থানায় উপস্থিত হয়ে এ মর্মে একটি অভিযোগ দায়ের করছি যে, আমি একজন ব্যাংক কর্মকর্তা। আজ ১৬/১০/২০১৭ ইং তারিখে সকাল আনুমানিক ৮.০০ ঘটিকার সময় আমার কর্মস্থলের উদ্দেশ্যে বের হই। এরপর বাসের জন্য রূপনগর বাস স্ট্যান্ডে অপেক্ষা করি। বাসে উঠার পর খেয়াল করি,আমার বাম পকেটে রাখা আমার মানিব্যাগটি আর নেই। সেখানে আমার তিন হাজার টাকা, জাতীয় পরিচয়পত্র (নং-০১০১০১০০০০০০) সহ আরো কিছু জরুরী কাগজপত্র ছিল।
অতএব,বিনীত নিবেদন এই যে, আপনি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে উক্ত জিডি এন্ট্রি করে বাধিত করবেন।
মিরপুর থানার সাধারণ ডায়রি নং-১০০৯,
নিবেদক
তাং-১৬/১০/২০১৭ ইং
মোঃ আহসান হাবিব ।
মিরপুর,ঢাকা।
ফোন নম্বর-০০০০-০০০০০০০
ধরে কেউ আমার নামে মিথ্যা মামলা করেছে আদালতে বা থানাতে তাহলে তার প্রমাণ কি কি লাগবে ও ফরম্যাড টি কেমন তাহবে তার যদি নমুনা দিতেন তাহলে ভালো হতো
ReplyDeleteআমার মাছ বিষ দিয়া মারার হুমকি দিছি ও ফিসারী হতে চুরি করে মাচ নিয়া যায়, বলে মাছ চাষ করি কিভাবে তাদের দেখার আছে, এই ডায়েরী উপজেলা মৎস অফিসারের কাছে কি ভাবে ডায়েরী লিখবো
ReplyDeleteআমার মাছ বিষ দিয়া মারার হুমকি দিছি ও ফিসারী হতে চুরি করে মাচ নিয়া যায়, বলে মাছ চাষ করি কিভাবে তাদের দেখার আছে, এই ডায়েরী উপজেলা মৎস অফিসারের কাছে কি ভাবে ডায়েরী লিখবো
ReplyDeleteচাকুরির জন্য ামার পরিবাবের কাছ থেকে আট লক্ষ টাকা নিয়ে এখন না চাকরি না টাকা কোন টাই দিচ্ছে না, এর কি কোন পতিকার আছে।
ReplyDeleteপ্রত্যটি আবেদন রাতে পাই।
ReplyDelete