হঠাৎ গ্রেফতার হলে কি করবেন?(What to do when suddenly arrest by police?
কথায় আছে 'বাঘে ধরলে আঠার ঘা আর পুলিশে ধরলে ছত্রিশ ঘা'। পুলিশের গ্রেফতার এমনেতেই এক ভয়ংকর বিষয়, তার উপর শুরু হয়েছে ভুয়া পুলিশের উৎপাত।
এরকম কোন পরিস্থিতিতে পড়লে সাধারণ মানুষ হয়ে যায় হতভম্ব। তবে কিছু গুরুত্ব পূর্ণ বিসয় জানা থাকলে এরকম পরিস্থিতি থেকে উদ্ধার পাওয়া সহজ হবে। তাহলে আসুন জেনে নেই করনীয়গুলো কিছু বিসয়-
১. ওয়ারেন্ট দেখতে চান-
কার্যবিধি ধারা ৮০ অনুসারে যে কোন ব্যক্তি তার গ্রেফতারের জন্য ওয়ারেন্ট দেখতে চাইতে পারে। এজন্য হঠাত যদি এরকম কোন সমস্যায় পরেন তবে আইন অনুসারে ওয়ারেন্ট দেখতে চাইবেন এবং গ্রেফতারের কারণ সম্পর্কে জানতে চাইবেন।
২. পরিচয়পত্র দেখান:
পুলিশের কাছে আপনার সম্পূর্ণ পরিচয় তুলে ধরুন।নাম, ঠিকানা , পেশা সুন্দর ভাষায় জানান। প্রয়োজনে আইডি কার্ড দেখান। এজন্য ঘর থেকে যখনই বের হবেন সাথে পরিচয়পত্র রাখতে ভুলবেন না।
৩.দ্রুত
ফোনে পরিচিত কাওকে আপনার গ্রেফতার এর বিষয়টি জানান-
গ্রেফতারের পর দ্রুত আপনার বন্ধু,বান্ধব, আন্তীয়,স্বজন দের গ্রেফতারের বিষয়টি জানান। সবসময় আপনার নিকটস্থ আইনজীবী, প্রভাবশালী নেতা, এলাকার ক্ষমতাশালী ব্যক্তি, বন্ধু, আন্তীয়দের ফোন নম্বর সাথে রাখুন। গ্রেফতার হবার সাথে সাথেই তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করুন।
৪.যে
কোন ডকুমেন্টে সতর্কতার সাথে স্বাক্ষর করুন:
গ্রেফতারের পর আটকে রাখার সময়, আপনার কাছে থাকা মূল্যবান জিনিস যেমন-মানিব্যাগ, টাকা, মোবাইল ইত্যাদির তালিকা তৈরি করে আপনার স্বাক্ষর নেওয়া হবে। তালিকাটি ভালো ভাবে পড়ে এরপর তাতে স্বাক্ষর করুন। এছাড়া যে কোন কাগজ ভালো ভাবে পড়ে তারপর স্বাক্ষর করবেন। যদি কোন বিবৃতি দিতে হয় তবে ভালো করে পড়ে দেখুন আপনার বক্তব্য বা ভাষা
কাগজে সঠিক
ভাবে লেখা আছে নাকি। তারপর স্বাক্ষর করুন।
৫.ম্যাজিস্ট্রেট এর কাছে বিস্তারিত খুলে বলুন-
আইন অনুযায়ী গ্রেফতারের ২৪ ঘণ্টার মধ্যে আসামীকে আদালতে হাজির করতে হয়।যদি আপন জন কারো সাথে যোগাযোগ করার সুযোগ না পান
,তবে আদালতে হাজির করার পর সরাসরি তা ম্যাজিস্ট্রেট কে জানান। ম্যাজিস্ট্রেট আপনার আইনি সহায়তার ব্যবস্থা করবে।
৬.মেডিকেল রিপোর্ট সংগ্রহে রাখুন-
গ্রেফতার হবার কোন পর্যায়ে আপনি অসুস্থ হলে নিজ উদ্যোগে বা আদালতের মাধ্যমে চিকিৎসা করানর সুযোগ হলে তা সংগ্রহে রাখুন। এটা মামলার সাক্ষী হিসেবে কাজ দিবে।
৭। আপনি নারী হলে নারী পুলিশ চাইতে পারবেন-
কিছু এক্সট্রা টিপস:
তবে আমাদের দেশের কিছু পুলিশ যেহেতু আইন অনুযায়ী চলেনা, এবং কিছু অসাধু পুলিশ আছে, সেক্ষেত্রে নিচের টিপস গুলো মাথায় রাখবেন-
১. পুলিশ ধরলে অবশ্যই মাথা ঠাণ্ডা রাখতে হবে। অতিরিক্ত স্মার্ট নেস দেখাতে যাবেন না।
২. যদি পুলিশ টাকা চায়, তবে সামর্থ্য থাকলে দিয়ে দিন। পর্যাপ্ত টাকা না থাকলে যে পরিমান আছে তাই দিয়ে পুলিশের কাছ থেকে ছাড়া পাবার চেষ্টা করুন। পুলিশের ঝামেলা যত এড়ানো যায় ততই ভালো।
৩. কোর্টে চালান দেবার পূর্বেই, অর্থাৎ গ্রেফতার হবার ২৪ ঘন্টা
পুর্ন হবার পুর্বেই
পুলিশের সাথে ঝামেলা মিটিয়ে ফেলুন। কারণ একবার কোর্টে চালান দিলে আপনি দোষী হন বা না হন, প্রথমেই ১ থেকে ৬ মাস পর্যন্ত জেল খাটতে হতে পারে।
নিরাপদে
থাকুন, ভালো থাকুন!
No comments